Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

শিশুর কৃমি নিয়ে চারটি ভুল ধারণা







১. পেটে দু-চারটা কৃমি থাকা ভালো, পেটে কিছু কৃমি না থাকলে খাবার হজম হয় না—অনেকে এসব ধারণা পোষণ করেন৷ আসলে কৃমি শরীরের শত্রু৷ এরা দেহের খাদ্য-পুষ্টি-রক্ত শোষণ করে৷ 
২. অত্যধিক মিষ্টি, চিনি ও বেশি রাতে মাছ খেলে পেটে কৃমি হয়, এমন বিশ্বাস চালু আছে৷ কিন্তু এ ধারণা মোটেই ঠিক নয়৷ কৃমি একধরনের পরজীবী প্রাণী, যা খাবার, পানির মাধ্যমে বা পায়ের পাতা ভেদ করে দেহে প্রবেশ করে৷ অপরিচ্ছন্নতা এবং দুষিত খাবার ও পানি কৃমির কারণ৷ অত্যধিক মিষ্টি বা চিনি খাওয়ার সঙ্গে দেহে কৃমি সংক্রমণের কোনো সম্পর্ক নেই৷ 
৩. চিরতার পানি অর্থাৎ তেতো খেলে কৃমি মরে যায়, অনেকে এ রকম ভেবে থাকেন৷ চিরতার অন্য ভেষজ গুণ থাকলেও কৃমি মরার বিষয় প্রমাণিত হয়নি৷
৪. কৃমির ওষুধ কেবল শীতের সময় বা বৃষ্টির দিনে খাওয়াতে হয়; গরমের দিনে খাওয়াতে নেই—এ ধারণাও অনেকের মধ্যে দেখা যায়৷ এসবের কোনো ভিত্তি নেই৷ বাজারের কৃমিনাশক ওষুধ সবই মোটামুটি নিরাপদ এবং শীত-গরম যেকোনো সময়ই খাওয়ানো যায়৷ 
 শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment