ব্যস্ততাকে ছুটি দিয়ে আইসক্রিম খাওয়াকে আয়েশ করে উপভোগ করতে চান? যেতে পারেন ‘ক্রিম অ্যান্ড ফাজ’-এ। ঢাকার এই আইসক্রিম পারলারে বসে স্কুপ হাতে কাটিয়ে দিতে পারেন কিছু সময়। সঙ্গে চলুক গল্প আর আড্ডাবাজি। এখানে আছে ১৮টি ভিন্ন স্বাদের আইসক্রিম। চাইলে পছন্দের স্বাদের সঙ্গে প্রয়োজনমতো চকলেট, কুকি, বাদাম ইত্যাদি মিশিয়ে নিতে পারবেন। আইসক্রিমের দাম ১৭৫ থেকে ৪৯৫ টাকার মধ্যে। শুধু আইসক্রিম নয়, আরও পেতে পারেন কফি স্যান্ডউইচ এবং হরেক পদের মিল্কশেক।
ক্রিম অ্যান্ড ফাজের এরিয়া ম্যানেজার, অপারেশন মো. মুস্তাকিম বলেন, ‘আমাদের আইসক্রিমগুলো সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়। এখানে আন্তর্জাতিক মানের ক্রিমি আইসক্রিম পাওয়া যায়। ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করেও নিতে পারেন।’
প্রতি রবি থেকে বুধবার ক্রিম অ্যান্ড ফাজ খোলা থাকে বেলা ১১টা থেকে রাত ১২টা এবং বৃহস্পতি থেকে শনিবার বেলা ১১টা থেকে রাত একটা পর্যন্ত। এখানে সারা বছরই ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পরিচয়পত্র দেখালে তাঁরা ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
0 comments:
Post a Comment