Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

আইসক্রিম আড্ডা

হরেক রকম আইসক্রিমের স্বাদ পাবেন ক্রিম অ্যান্ড ফাজে



ব্যস্ততাকে ছুটি দিয়ে আইসক্রিম খাওয়াকে আয়েশ করে উপভোগ করতে চান? যেতে পারেন ‘ক্রিম অ্যান্ড ফাজ’-এ। ঢাকার এই আইসক্রিম পারলারে বসে স্কুপ হাতে কাটিয়ে দিতে পারেন কিছু সময়। সঙ্গে চলুক গল্প আর আড্ডাবাজি। এখানে আছে ১৮টি ভিন্ন স্বাদের আইসক্রিম। চাইলে পছন্দের স্বাদের সঙ্গে প্রয়োজনমতো চকলেট, কুকি, বাদাম ইত্যাদি মিশিয়ে নিতে পারবেন। আইসক্রিমের দাম ১৭৫ থেকে ৪৯৫ টাকার মধ্যে। শুধু আইসক্রিম নয়, আরও পেতে পারেন কফি স্যান্ডউইচ এবং হরেক পদের মিল্কশেক। 
হরেক রকম আইসক্রিমবর্তমানে ঢাকায় রয়েছে ক্রিম অ্যান্ড ফাজের তিনটি শাখা। বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায়, ধানমন্ডির সাতমসজিদ রোডে এবং অন্যটি আছে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে। 
হরেক রকম আইসক্রিমপ্রতিষ্ঠানটির রয়েছে একদল পরিচ্ছন্ন পরিবেশনকর্মী, যাঁরা আপনার টেবিলেই পৌঁছে দেবেন আইসক্রিমের স্কুপ। চাইলে প্যাকেট করে বাড়িতেও নিয়ে যেতে পারেন। প্রতিষ্ঠানটির বনানী শাখায় গিয়ে কথা হলো বারিধারা থেকে আসা নাইরা নুরীর সঙ্গে। সুযোগ পেলেই মা জেসমিন সুলতানাকে নিয়ে আইসক্রিম খেতে আসেন। বললেন, ‘এখানকার আইসক্রিমের স্বাদ ভালো, আলাদা ধরনের। মাসে একবার হলেও আসি এখানে।’ 
ক্রিম অ্যান্ড ফাজের এরিয়া ম্যানেজার, অপারেশন মো. মুস্তাকিম বলেন, ‘আমাদের আইসক্রিমগুলো সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়। এখানে আন্তর্জাতিক মানের ক্রিমি আইসক্রিম পাওয়া যায়। ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করেও নিতে পারেন।’ 
প্রতি রবি থেকে বুধবার ক্রিম অ্যান্ড ফাজ খোলা থাকে বেলা ১১টা থেকে রাত ১২টা এবং বৃহস্পতি থেকে শনিবার বেলা ১১টা থেকে রাত একটা পর্যন্ত। এখানে সারা বছরই ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পরিচয়পত্র দেখালে তাঁরা ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment