স্যার ছিলেন ভয়ংকর রাগী! একটু এদিক-সেদিক হলেই ছাত্রদের কী মারটাই না মারতেন! স্যারের ক্লাসে সবাই ভয়ে গুটিসুটি মেরে থাকত। আমিও যে কতবার মার খেয়েছি তাঁর হাতে। স্যার একবার কেন যেন বলেছিলেন, ‘তুই ডাক্তার হবি। রোগী তোর হাসিখুশি চেহারা দেখেই ভালো হয়ে যাবে।’
কথাটা মনের ভেতর গেঁথে গিয়েছিল। তারপর স্কুল ছেড়ে কলেজ, কলেজ পেরিয়ে ভর্তিযুদ্ধ। অনেকগুলো দিন কেটে গিয়েছে। মেডিকেলে সুযোগ পাওয়ার পর স্যারের সঙ্গে দেখা করে বললাম, ‘স্যার, আমি মেডিকেলে চান্স পেয়েছি।’
ভয়ংকর রাগী মানুষটা সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলেন। ছাত্রদের ডেকে ডেকে বললেন, ‘এই ভাইয়াটা একজন ডাক্তার। আমার ছাত্র।’ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়াতেই ‘ডাক্তার’ সম্বোধন এবং ‘আমার ছাত্র’—এ কথা বলার সময় স্যারের গর্বিত কণ্ঠে আমার প্রতি যে ভালোবাসা বুঝতে পেরেছিলাম, তাতে কখন যে চোখে পানি এসে গিয়েছিল, টের পাইনি। ভালো থাকুক আমার স্যার।
0 comments:
Post a Comment