তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা, অভিনেতা সাজু খাদেম
বলুন তো, ভোটপ্রার্থীরা সব সময় আলাদা আলাদা প্রতীক নেন কেন?
কারণ তাঁরা কখনো একমত হতে পারেন না!
বলুন দেখি, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী?
সত্য বলে ফেললেই হয়। কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!
প্রেমিক–প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাসায়?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান।
এক লোক দোকানে গেছে চা খেতে। চায়ে চুমুক দিতে সে বলল, ‘এহহে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!’
দোকানদার নির্বিকার ভঙ্গিতে বলল, ‘তাহলে এইটা চা না, কফি। কারণ আমাদের চায়ে লোকে পেট্রলের গন্ধ পায়!’
এক লোক বলছে, ‘চুল পড়ে যাচ্ছে। কী করি বলুন তো?’
কারণ তাঁরা কখনো একমত হতে পারেন না!
বলুন দেখি, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী?
সত্য বলে ফেললেই হয়। কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!
প্রেমিক–প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাসায়?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান।
এক লোক দোকানে গেছে চা খেতে। চায়ে চুমুক দিতে সে বলল, ‘এহহে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!’
দোকানদার নির্বিকার ভঙ্গিতে বলল, ‘তাহলে এইটা চা না, কফি। কারণ আমাদের চায়ে লোকে পেট্রলের গন্ধ পায়!’
এক লোক বলছে, ‘চুল পড়ে যাচ্ছে। কী করি বলুন তো?’
আমি বললাম, ‘কী আর করবেন, চুলগুলো ঠোঙায় রেখে দিন!’
স্টেশনমাস্টারকে বলছেন এক লোক, ‘ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?’
‘সাড়ে আটটায়।’
‘আর চট্টগ্রামেরটা?’
‘এগারোটায়।’
‘তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?’
এবার বিরক্ত হয়ে গেলেন স্টেশনমাস্টার ‘আরে এত ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?’
‘না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাব তো...’
0 comments:
Post a Comment