ট্রেন ছেড়ে দিয়েছে।
এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন
গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে।
ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকিজনকে তুলতে পারেনি।
গার্ড : ব্যাপার কী! এত কষ্ট করে তিনজনকে তুলতে না পারলেও দুজনকে তো তুলেছি,
অথচ আপনারা ধন্যবাদ টুকু দিচ্ছেন
না????!!!
.
.
.
.
.
.
.
.
.
লোক দু’জন : ধন্যবাদ দিই
কী করে!
যাকে ফেলে এসেছেন,
আসলে উনিই ছিলেন
যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে।
বলুন তো দাদা এই গার্ডকে কি করা যায়……..
এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন
গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে।
ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকিজনকে তুলতে পারেনি।
গার্ড : ব্যাপার কী! এত কষ্ট করে তিনজনকে তুলতে না পারলেও দুজনকে তো তুলেছি,
অথচ আপনারা ধন্যবাদ টুকু দিচ্ছেন
না????!!!
.
.
.
.
.
.
.
.
.
লোক দু’জন : ধন্যবাদ দিই
কী করে!
যাকে ফেলে এসেছেন,
আসলে উনিই ছিলেন
যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে।
বলুন তো দাদা এই গার্ডকে কি করা যায়……..
0 comments:
Post a Comment