Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS




সংগীতশিল্পী কনা




তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা সংগীতশিল্পী কনা

একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?’
ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’

একবার এক আলোকচিত্রীকে অপদস্থ করতে একজন সমালোচক বললেন, ‘তুমি তো ভালোই ছবি তোলো হে। নিশ্চয়ই খুব ভালো ক্যামেরা ব্যবহার করো?’
আলোকচিত্রী হেসে বললেন, ‘শুনেছি, আপনার স্ত্রীর রান্না খুব ভালো। তিনি নিশ্চয়ই খুব ভালো চুলা ব্যবহার করেন!’

একবার এক লোক জোর করে আমাকে একখানা গান শোনালেন।
গান শেষে গদগদ হয়ে বললেন, ‘গান কেমন লাগল বলুন তো?
আমি বললাম, ‘ভালো।
তিনি এবার আরও উৎসাহী হয়ে বললেন, ‘গানের কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বলুন তো?’
আমি হেসে বললাম, ‘শেষের অংশটা। আপনার গানটা যে শেষ হয়েছে, এর চেয়ে ভালো ব্যাপার আর কিছুই হতে পারে না!’

খোকাবাবু স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইল, 
‘আজ স্কুলে কী করলে খোকা?’
খোকা সহজভাবে উত্তর দিল ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম মা।
মা তো রেগে আগুন। ‘সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!’
খোকাবাবু নিশ্চিন্তে উত্তর দিল, ‘মামণি, আমি তো সেটার কথাই বলছি।’

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment