
কোনো ফাইল কম্পিউটার থেকে মুছে গেলে সাধারণত উদ্ধার করা যায়। ফাইল হারানোটা যত তাড়াতাড়ি বোঝা যাবে, উদ্ধার করার সম্ভাবনা তত বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইল মুছে ফেলার পর সেটা রিসাইকেল বিনে চলে যায়। রিসাইকেল বিন থেকে মুছে দিলেও আগেকার ফাইলের অস্তিত্ব হার্ডডিস্কে থাকতে পারে, যতক্ষণ না অন্য কোনো নতুন তথ্যের জন্য হার্ডডিস্কে খালি জায়গা দরকার হয়। তাই হারানো ফাইল উদ্ধার না করা পর্যন্ত কম্পিউটার কম ব্যবহার করাই ভালো।
রিসাইকেল বিন থেকে উদ্ধার: ফাইল মুছে ফেললেও উইন্ডোজ সেটা সংরক্ষণ করে রাখে। ডেস্কটপে থাকা রিসাইকেল বিনে গিয়ে দেখুন হারানো ফাইল সেখানে আছে কি না। থাকলে সেগুলো বাছাই করুন। তারপর এগুলোর ওপর ডান ক্লিক করে রিস্টোর বাছাই করলে, ফাইল যেখান থেকে মুছে ফেলা হয়েছিল সেই অবস্থানে আবার ফিরে আসবে।
ডেটা ব্যাকআপ থেকে উদ্ধার: যদি হার্ডডিস্ক ড্রাইভ বা নিজের গুরুত্বপূর্ণ ফাইলের নিয়মিত ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকেও আপনার হারানো ফাইল ফিরে পেতে পারেন। না থাকলে এখনই ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এই মুহূর্তে ব্যাকআপ কাজে না এলেও ভবিষ্যতে কাজে দেবে। ডিজিটাল তথ্যের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ফাইলের কখনো একটা কপি রাখতে নেই। বিনা মূল্যের ভালো একটি ব্যাকআপ প্রোগ্রাম হলো EaseUs ToDo Backup, এটি নামানো যাবে http://goo.gl/74AvIW ঠিকানা থেকে।
সফটওয়্যার দিয়ে উদ্ধার: অনেকগুলো ভালো মানের ফাইল পুনরুদ্ধারের (রিকভারি) সফটওয়্যার আছে। এর মধ্যে বিনা মূল্যে ব্যবহার করা যাবে রেসকিউ পোর্টেবল সফটওয়্যারটি৷ এর ব্যবহারও সহজ৷ http://goo.gl/jBESEu ওয়েব ঠিকানা থেকে এটা নামানো যাবে৷ আকার ৩.৭৩ মেগাবাইট। এটি কম্পিউটারে ইনস্টল না করেই ব্যবহার করা যায়৷ প্রথমে অন্য একটি কম্পিউটারে প্রোগ্রামটি নামিয়ে একটা ফোল্ডারে আনজিপ করুন৷ তারপর পেনড্রাইভে সেই ফোল্ডারটি কপি করার পর যে কম্পিউটার থেকে ফাইল হারিয়েছে সেটিতে ঢোকান৷ প্রোগ্রামটি চালু করুন। যে ড্রাইভ পার্টিশন থেকে ফাইল মোছা হয়েছে তার অবস্থান এবং ফাইলের ধরন অনুযায়ী স্ক্যান করে পাওয়া যেতে পারে হারানো ফাইল।
0 comments:
Post a Comment