
ও, এই ব্যাপার! তাহলে শুনুন এক তরুণীর কথা—ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দুদিন পরেই মাস্টার্স শেষ হয়ে যাবে। মা-বাবা বিয়ের জন্য হন্যে হয়ে পাত্র খুঁজছে। কিন্তু আমি তো প্রেমের জোয়ারে ভাসছি। আমার মনে একটা অসম্ভব স্বপ্ন সেই কবে থেকে লালন করে চলেছি। নির্জন নদীতটে বসে শুধু আমি আর ও গল্প করছি। বর্ষাস্নাত ঘাসের কচিপাতা আনমনে তুলে চিবুতে চিবুতে হঠাৎ শুনলাম তার মুখ থেকে, বহু প্রত্যাশিত সেই কথাটা, আমি তোমায় ভালোবাসি! যেন কত দূর থেকে, কিন্তু কত স্পষ্টভাবে ভেসে এসে মনটা ভরিয়ে দিয়ে গেল এক দমকা হাওয়ার ছোঁয়া। ব্যস, আর কী চাই! সেই তরুণীর মনোবাসনা পূর্ণ হয়েছিল। আবার অন্যরকম ঘটনাও আছে। এক ছবিতে অমিতাভ বচ্চন ও টাবু চুটিয়ে প্রেম করছে, কিন্তু দুজনের কেউই এগিয়ে এসে প্রেম নিবেদন করছে না। একদিন পার্কে বসে আছে। সপ্রতিভ টাবু অমিতাভকে বলল ‘হামে কুছ পুছো!’, মানে, ‘আমাকে কিছু জিজ্ঞেস করো!’ ‘কী জিজ্ঞেস করব?’ টাবু লাজরাঙা, বলল, ‘এই...মানে, তুমি আমার কাছ থেকে যা জানতে চাও!’ অমিতাভ ইতস্তত, বলল, ‘কী জানতে চাই?’ টাবু হতবাক। বলল, ‘আমি জানি না।’ অমিতাভ, ‘তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করো!’ টাবু হেসে বলে, ‘করব জিজ্ঞেস? উঁ উঁ উঁ...তোমার নাম কী? হিঃ হিঃ হিঃ।’
প্রেম নিবেদনে আবেগ, কাব্য, নিসর্গ আর সবচেয়ে বড়, আত্মবিশ্বাস লাগে। নিচের পরামর্শগুলো কাজে লাগাতে পারেন:
১. তাড়াহুড়ো একদম না। প্রেম যত গভীর হবে, প্রেম নিবেদনের সুযোগ ততই সহজ ও স্বাভাবিক হবে।
২. ওর ভালো লাগার বিষয়গুলো একেবারে আপন করে নিন। মর্যাদা দিন। এরপর আস্থার সঙ্গে এগিয়ে যান।
৩. প্রথম দেখায় প্রেম, কথাটা মিথ্যে নয়। তাই প্রেম নিবেদনের জন্য বেছে নিন সেই স্থানটি, যেখানে প্রথম আপনাদের চোখে-চোখে মন দেওয়া-নেওয়া হয়েছিল।
৪. আত্মবিশ্বাস রাখুন। ইনিয়ে-বিনিয়ে বলবেন না, সেটা কাপুরুষতা। যা বলবেন, স্পষ্ট বলবেন।
৫. প্রেম নিবেদনের মাহেন্দ্রক্ষণে কিন্তু তৃতীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে!
0 comments:
Post a Comment