এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে.............
কৃপণ: ভাই, আমার মামা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে কত টাকা লাগবে?কর্মকর্তা :- ১০০ টাকা।
কৃপণ :- ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না–হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা :- স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ :- আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’
অফিসে দুই সহকর্মী কালাম ও সালামের মধ্যে কথা হচ্ছে........
কালাম :- ‘বুঝলেন সালাম সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’সালাম এতক্ষণ কাজে ডুবে থাকলেও যখন খরচ থেকে বেঁচে যাওয়ার কথা শুনলেন, তখন কান খাড়া করলেন, ‘কী রকম?’
কালাম :- ‘সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক বোঝালাম, কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।’
সালাম বেশ অবাক হলেন, ‘বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?’
0 comments:
Post a Comment