Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

কৌতুক....... 21+22+23


চঞ্চল চৌধুরী

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে।এবারের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী
কর্মচারী :- স্যার, আমার পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী :-  স্যার, আমার বিয়ে।
বস :- বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন ?
কর্মচারী :-  মাথা খারাপ ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি ?

এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে.............

কৃপণ: ভাই, আমার মামা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে কত টাকা লাগবে?
কর্মকর্তা :- ১০০ টাকা।
কৃপণ :-  ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না–হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা :- স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ :-  আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’


অফিসে দুই সহকর্মী কালাম ও সালামের মধ্যে কথা হচ্ছে........

কালাম :- ‘বুঝলেন সালাম সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’
সালাম এতক্ষণ কাজে ডুবে থাকলেও যখন খরচ থেকে বেঁচে যাওয়ার কথা শুনলেন, তখন কান খাড়া করলেন, ‘কী রকম?’
কালাম :- ‘সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক বোঝালাম, কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।’
সালাম বেশ অবাক হলেন, ‘বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?’
কালাম হাসতে হাসতে বললেন, ‘একটা কেঁচো ধরে আনলাম। তারপর আতশি কাচ দিয়ে ওই কেঁচোই দেখিয়ে বললাম, এই দেখো অজগর।’

ডিসিপ্লিন কী ?

বসের চেয়ে বোকা হওয়ার ভান করার শিল্প।

স্বামী: জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো! আমার কয়েকজন বন্ধু বাড়িতে আসছে।
স্ত্রী: কেন? তোমার বন্ধুরা কি সেসব চুরি করবে?
স্বামী: না। নিজেদের জিনিস চিনে ফেলতে পারে!



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment