Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

প্রধান অতিথির বিপদ


.



আমরা তখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। ক্লাস ক্যাপ্টেন হিসেবে বিদায় অনুষ্ঠান আয়োজনের ভার পড়ল আমাদের ওপর। মানপত্র লেখা থেকে শুরু করে মেহমানদের দাওয়াত পাঠানো—সব কাজই ঠিকঠাক হচ্ছিল। কিন্তু গোল বাধল প্রধান অতিথির বেলায়। কথা ছিল অনুষ্ঠানের শেষ দিকে উনি আসবেন। কিন্তু কী কপাল! দেখি, উনি আগেভাগেই এসে হাজির। আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু তার বদলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ, ওনাকে আপ্যায়নের জন্য মিষ্টি দেওয়ার কথা। সেই মিষ্টি এসে পৌঁছায়নি। এখন কী উপায়? শুনলাম, অন্য কেউ আমাদের অর্ডার দেওয়া মিষ্টি নিয়ে গেছে।
তুরন্ত এক বন্ধু ছুটল মিষ্টি কিনতে। অনুষ্ঠান প্রায় শেষ। প্রধান শিক্ষক মিষ্টি পরিবেশনের জন্য ইশারা দিচ্ছেন। তখনই দেখি মিষ্টি এসে গেছে! সেদিন বহু কষ্টে ইজ্জত বেঁচেছিল।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment