Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

শূন্য থেকে শীর্ষে




বন জোভি
ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী থেকে গায়ক

গানপাগল এক কিশোর। গানের জন্য স্কুলের পড়াশোনা সব লাটে ওঠে। গান দিয়ে তো পেট ভরে না, তাই পেট চালানোর জন্য চাচাতো ভাইয়ের কাছে কাজের সন্ধানে যান তিনি। চাচাতো ভাই আবার এক গানের রেকর্ডিং স্টুডিওর মালিক। তাই আত্মীয় বলেই রেকর্ডিং স্টুডিওর মেঝে পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সেখানে টানা এক বছর পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী আর স্টুডিওর রেকর্ডিং তত্ত্বাবধায়কের কাজ করেন তিনি। সেই মেঝে পরিষ্কার করা কিশোরটিই আজকের রকসংগীত তারকা বন জোভি।

অ্যাঞ্জেলিনা জোলি



সব অডিশনে ফেল
মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় অভিনয় করার লক্ষ্য ঠিক করে এক কিশোরী। এ জন্য তাকে হাজির হতে হয় অনেক অডিশনে। কিন্তু কপাল মন্দ ওই কিশোরীর। কোনো একটি অডিশনের বাধাও উতরাতে পারে না সে। বোনের এত আগ্রহ দেখে বড় ভাই জেমস হ্যাভেন তাঁর শিষ্যদের সিনেমায় তাকেও টুকটাক অভিনয়ের সুযোগ করে দেন। বয়স কুড়ি পেরোনোর আগেই গোটা পাঁচেক সিনেমা আর মিউজিক ভিডিওতে কাজের সুযোগ আসে ওই কিশোরীর। সেই অডিশনে বাদ পড়ে যাওয়া মেয়েটিই আজকের তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সূত্র: হাফিংটন পোস্ট

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment