ছিলেন পরিচ্ছন্নতাকর্মী
পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী থেকে গায়ক
সব অডিশনে ফেলমাত্র ১৬ বছর বয়সে সিনেমায় অভিনয় করার লক্ষ্য ঠিক করে এক কিশোরী। এ জন্য তাকে হাজির হতে হয় অনেক অডিশনে। কিন্তু কপাল মন্দ ওই কিশোরীর। কোনো একটি অডিশনের বাধাও উতরাতে পারে না সে। বোনের এত আগ্রহ দেখে বড় ভাই জেমস হ্যাভেন তাঁর শিষ্যদের সিনেমায় তাকেও টুকটাক অভিনয়ের সুযোগ করে দেন। বয়স কুড়ি পেরোনোর আগেই গোটা পাঁচেক সিনেমা আর মিউজিক ভিডিওতে কাজের সুযোগ আসে ওই কিশোরীর। সেই অডিশনে বাদ পড়ে যাওয়া মেয়েটিই আজকের তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সূত্র: হাফিংটন পোস্ট
0 comments:
Post a Comment