নিকোল কিডম্যান
মাত্র তিন বছর বয়সে ব্যালে ক্লাসে যাওয়া শুরু হয় মেয়েটির। মা–বাবা মেয়ের শখকে গুরুত্ব দিতেন বলেই কলেজ পর্যন্ত ব্যালে ক্লাসে যাওয়া সম্ভব হয় নিকোলের। নিকোলের বয়স সতেরোতে পড়তেই মায়ের ক্যানসার ধরা পড়ে। মায়ের চিকিৎসার জন্য কলেজ ছাড়তে বাধ্য হন তিনি। বিউটি পার্লারে পরিশ্রমের কাজ শুরু করেন নিকোল। বিউটি পার্লারে কাজ করা সেই পরিশ্রমী মেয়েটিই আজকের হলিউড কাঁপানো অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান।
সূত্র: দ্য টেলিগ্রাফ।
রিচার্ড ব্র্যানসন
ভার্জিন গ্রুপের কর্ণধার হিসেবে সারা বিশ্বে আলোচিত উদ্যোক্তা ও ধনকুবের রিচার্ড ব্র্যানসন। তাঁর দাদা ছিলেন বিচারক। প্রভাবশালী পরিবারের সদস্য হিসেবে অর্থকড়ির অভাব ছিল না। কিন্তু পড়াশোনায় অমনোযোগী ছিলেন ব্র্যানসন। তিনি পড়াশোনায় এতটাই খারাপ ছিলেন যে স্কুলের প্রধান শিক্ষক তাঁকে বলতে বাধ্য হয়েছিলেন, ‘ব্র্যানসনের জীবন হয় জেলে গিয়ে শেষ হবে নতুবা সে হবে কোটিপতি!’ বাজে ফলাফলের জন্য পড়াশোনা শেষ না করতে পারলে কী হবে, ঠিকই কোটিপতি হয়েছেন ব্র্যানসন।
সূত্র: ফোর্বস অনলাইন।
0 comments:
Post a Comment