ওয়ারেন বাফেট
মুদি দোকানি থেকে ধনকুবের
ব্যবসাতেই ছিল তাঁর সব আগ্রহ। ছোটবেলা থেকে কীভাবে টাকা কামানো আর সঞ্চয় করা যায়, তা-ই মাথায় ঘুরত তাঁর। ওয়ারেন বাফেট টাকা আয়ের জন্য বাড়ি বাড়ি চুইংগাম, কোল্ড ড্রিংকস এমনকি সাপ্তাহিক ম্যাগাজিনও বিক্রি শুরু করেন। আরও টাকা আয়ের জন্য দাদার মুদি দোকানে কাজ শুরু করেন তিনি। একদিকে দোকানে কাজ অন্যদিকে পত্রিকা হকারি, গলফ বল বিক্রি। সেই মুদি দোকানে কাজ করা ছেলেটিই আজকের পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের শিরোমণি ওয়ারেন বাফেট।
জনি ডেপ
কলম বিক্রেতা থেকে অভিনেতা
0 comments:
Post a Comment