অপরাহ উইনফ্রে
গণমাধ্যম ব্যক্তিত্ব
মাত্র ১৩ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান অপরাহ উইনফ্রে। পরিবার থেকে দূরে সরে ভর্তি হন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের লিংকন হাইস্কুলে। মেধার জোরে বাগিয়ে নেন রাষ্ট্রীয় এক বৃত্তি। ভর্তি হন নিকোলেট হাইস্কুলে। পরে মায়ের কঠোর ইচ্ছার জন্য অপরাহ ভর্তি হন ইস্ট ন্যাশভিল হাইস্কুলে। আবারও স্কুলে সেরা বক্তার পুরস্কার পেয়ে জিতে নেন আরেক বৃত্তি। স্কলারশিপ নিয়ে ভর্তি হন টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে। যোগাযোগ বিষয়ে পড়াশোনা শুরু করেন। ১৭ বছর বয়সে মিস ব্ল্যাক টেনেসি খেতাব জয় করেন অপরাহ। বিশ্ববিদ্যালয়ের পড়ার পাশে এক বেতারে কাজ শুরু করেন তিনি। বেতারে সংবাদপাঠকের কাজ থেকে তাঁর ডাক পড়ে বাল্টিমোরের এক টেলিভিশনে। আর তাতেই বিশ্ববিদ্যালয় ছাড়তে হয় তাঁকে। বিশ্ববিদ্যালয় পালানো সেই অপরাহ ২০১৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেন।
জন গ্লেন
নভোচারী ও সিনেট সদস্য
স্কুল পালিয়ে মানুষ কত দূর যেতে পারে, তার অনন্য এক উদাহরণ জন গ্লেন। এই ভদ্রলোক স্কুল পালানো প্রথম মানুষ, যিনি কিনা মহাকাশে পা রাখেন। মাসকিংগাম কলেজে প্রকৌশলে পড়াশোনার জন্য ভর্তি হন তিনি। পদার্থবিজ্ঞানে ভালো ফলের জন্য ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স লাভ করেন তিনি। তখন চারদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চারদিকে। জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করলে গ্লেন স্কুল পালিয়ে যোগ দেন বিমানবাহিনীতে। ১৯৪২ সালে ২১ বছর বয়সে ক্যাডেট হিসেবে যোগ দেন মার্কিন বিমান বহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তাঁর সামনে আসে কোরিয়ান যুদ্ধ। তারপরে মহাকাশ গবেষণার জন্য নাসায় যোগ দেন তিনি। ১৯৬২ সালে প্রথম মার্কিন হিসেবে তিনি পৃথিবী আবর্তন করেন। মহাকাশ জয় শেষে পৃথিবীতে ফিরে ২০ বছর আগে ছেড়ে দেওয়া কলেজের কোর্সে আবারও ভর্তি হন তিনি। ৪১ বছর বয়সে অর্জন করেন ব্যাচেলর ডিগ্রি।
ক্যাথেরিন
জেটা-জোন্স
অভিনেত্রী
সূত্র: টাইম মাগাজিন অনলাইন
0 comments:
Post a Comment