Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

কৈশোরে কোটিপতি

ম্যাডিসন রবিনসন


স্যান্ডেলের নকশা করেই কোটিপতি

ম্যাডিসন রবিনসন
উদ্যোক্তা


২০১৩ সালে মাত্র ১৫ বছর বয়সেই ১০ লাখ ডলার আয় করে চমকে দেয় টেক্সাসের কিশোরী ম্যাডিসন রবিনসন। আমরা যে স্পঞ্জের স্যান্ডেল পরি, তার জন্য বৈচিত্র্যময় নকশা করেই এখন কোটিপতি ম্যাডিসন। তার প্রতিষ্ঠিত রবিনসন কোম্পানির স্পঞ্জের স্যান্ডেল ব্র্যান্ড ফিস ফ্লপস। এই ব্র্যান্ডের জন্য নানা রঙের স্যান্ডেল নকশা করে সে। প্রতি স্যান্ডেল বিক্রি হয় ২৫ ডলার করে। আর এই বিক্রির লভ্যাংশ দিয়েই এখন সফল উদ্যোক্তা ম্যাডিসন। বর্তমানে তার আয় ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।





জাস্টিন বিবার


এক গানেই বাজিমাত
জাস্টিন বিবার 
গায়ক


ইউটিউবে আপলোড করা এক ভিডিও থেকেই শুরু বর্তমান সময়ের আলোচিত গায়ক জাস্টিন বিবারের। ২০০৭ সালে মাত্র ১২ বছর বয়সে স্থানীয় এক সংগীত প্রতিযোগিতায় জাস্টিন অংশ নেয় নে-ইয়োর ‘সো সিক’ গানটি নিয়ে। তার মা প্রতিযোগিতায় গাওয়া গানের ভিডিও ইউটিউবে আপলোড করে দেন। সেই ভিডিও দেখেই তাকে খুঁজে বের করেন এক রেকর্ড স্টুডিওর মালিক স্কুটার ব্রাউন। আর সেই থেকে যাত্রা শুরু বিবারের। ২০০৯ সালে বিবারের প্রথম একক গান ‘ওয়ান টাইম’ মুক্তি পায়। সে থেকে তার জয় রথ ছুটেই চলছে। এরই মধ্যে ১০ লাখ ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এই টিন সেনসেশন। ইতিমধ্যে প্রযুক্তিনির্ভর স্টার্টআপ স্ট্যাম্পড, স্পটিফাই, শটস, গেমস নির্মাতা সোজো স্টুডিওতে লাখ ডলার বিনিয়োগ করেছে সে। বর্তমানে তার আয় ১০ দশমিক ৮ লাখ ডলারের (প্রায় ৮.৮ কোটি টাকা) কিছু বেশি।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment