Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

ওয়ারেন বাফেট-এর কিছু অমৃত বাণী

warren-buffett..


বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন ওয়ারেন বাফেট
তার দানশীলতা এবং সহজ সরল জীবন যাপনোর জন্য আমরা অনেকেই তাকে চিনি৷
তার কিছু অমৃত বাণী নিম্নরূপঃ

কখনো একটি উৎসের উপর নির্ভর করবেন না
আয়ের অনেকগুল উৎস রাখুন

ব্যয় করার পর যা রয়ে যায় তা না বাচিয়ে বরং টাকা বাচানোর পর অবশিষ্ট অংশ ব্যয় করুন

কখনো দুই পায়ে নদীর মধ্যে নামবেন না একটি পা ডাঙায় রেখে আরেকটি দিয়ে গভীরতা মাপুন (যখন ঝুকি নেবেন তার আগে ...থেকেই বিকল্প প্রস্তুত রাখুন)

কখনো আপনার সব ডিম (সব বিনিয়োগ) এক ঝুড়িতে রাখবেন না (এক খাতে করবেন না) বরং অল্প অল্প করে অনেক খাতে বিনিয়োগ করুন

সততা খুব মূল্যবান উপহার, সস্তা মানুষের কাছে সততা আশা করা বোকামী

অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ না করলে এক সময় দেখবেন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment