আমার মামাতো ভাই মাহিফের বয়স মাত্র চার বছর। সামনের বছর স্কুলে ভর্তি হবে। আর তাই সারা দিন নতুন নতুন শব্দ শিখছে ও। কেমন পড়াশোনা করছে খোঁজ নিতে গেলাম ওর বাসায়। আমাকে দেখেই বলে উঠল, ‘জানো ভাইয়া, দাদিজান না ননসেন্স হয়ে গেছেন!’ আমি ব্যাপারটা ধরতে না পেরে জিজ্ঞেস করলাম, ‘মানে কী?’ মাহিফ বুঝিয়ে বলল, ‘আরে, দাদিজান একটু আগে মাথা ঘুরে ননসেন্স হয়ে গেছেন।’ আমি তখনো ব্যাপারটা ধরতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, ‘মাথা ঘুরে ননসেন্স?’ ও বিরক্ত হয়ে জবাব দিল, ‘কেন, তুমি জানো না দাদিজান যে প্রায়ই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান? আজকেও ননসেন্স হয়েছেন।’ সব বুঝে আর ওর ইংরেজি জ্ঞান দেখে তখন আমারই ‘ননসেন্স’ হওয়ার জোগাড়!
কৌতুক ....... 1
Posted by
Unknown
|
undefinedundefinedundefined
আমার মামাতো ভাই মাহিফের বয়স মাত্র চার বছর। সামনের বছর স্কুলে ভর্তি হবে। আর তাই সারা দিন নতুন নতুন শব্দ শিখছে ও। কেমন পড়াশোনা করছে খোঁজ নিতে গেলাম ওর বাসায়। আমাকে দেখেই বলে উঠল, ‘জানো ভাইয়া, দাদিজান না ননসেন্স হয়ে গেছেন!’ আমি ব্যাপারটা ধরতে না পেরে জিজ্ঞেস করলাম, ‘মানে কী?’ মাহিফ বুঝিয়ে বলল, ‘আরে, দাদিজান একটু আগে মাথা ঘুরে ননসেন্স হয়ে গেছেন।’ আমি তখনো ব্যাপারটা ধরতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, ‘মাথা ঘুরে ননসেন্স?’ ও বিরক্ত হয়ে জবাব দিল, ‘কেন, তুমি জানো না দাদিজান যে প্রায়ই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান? আজকেও ননসেন্স হয়েছেন।’ সব বুঝে আর ওর ইংরেজি জ্ঞান দেখে তখন আমারই ‘ননসেন্স’ হওয়ার জোগাড়!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment