ইংরেজিতে বাড়তি যত্ন নাও
রিয়াজুল হক
‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) প্রথম
মানবিকের শিক্ষার্থীদের জন্য ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। ‘খ’ ইউনিটে প্রশ্ন আসে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে।
ভর্তি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইংরেজিতে ভালো করা গেলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। ইংরেজিতে ভালো করার সহজ উপায় গ্রামারের ওপর পূর্ণাঙ্গ দখল। উচ্চমাধ্যমিক শ্রেণির ‘English For Today’ বই খুব ভালো করে পড়তে বলব। পাশাপাশি ইংরেজি পত্রিকা পড়লে তোমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে, যা প্যাসেজ ও ইলেকটিভ ইংলিশের উত্তর করার জন্য সহায়ক হতে পারে।
বাংলায় ভালো করতে হলে ‘উচ্চমাধ্যমিক বাংলা সংকলন’ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ’ খুবই কার্যকর। বাক্যসংকোচন, বাগধারা, প্রবাদ-প্রবচন, শুদ্ধিকরণ প্রভৃতি বিষয়ে অনেক প্রশ্ন আসে।
বাংলা ও ইংরেজির মতো সাধারণ জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ। সমসাময়িক বিশ্বের খবরাখবর তোমাদের নখদর্পণে থাকতে হবে। এ জন্য দৈনিক পত্রিকা ও রেডিও-টেলিভিশনের খবর এ ব্যাপারে দারুণ সহায়ক।
0 comments:
Post a Comment