এবারের আসরেএবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল খাদ্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানের ওপর পৃথিবীর অনেক দেশের গোয়েন্দাদের নজরদারির সুবিধা করে দিয়েছিল কর্তৃপক্ষ! এর জন্য ছিল বিশেষ ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা! মূলত মজার ও হাস্যকর আবিষ্কার, উদ্ভাবন ও গবেষণার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্যই এই ‘ব্যঙ্গ নোবেল’। এবারের আয়োজনে এসেছিলেন সত্যিকারের নোবেল বিজয়ী বিজ্ঞানীরা। তাঁদের মধ্যে ছিলেন ক্যারল গ্রেইডার (চিকিৎসাবিজ্ঞান, ২০০৯), এরিক মাসকিন (অর্থনীতি, ২০০৭), রিচ রবার্টস (চিকিৎসাবিজ্ঞান, ১৯৯৩) ও ফ্র্যাঙ্ক উইল্কজেক (পদার্থ, ২০০৪)।
এবারের আসরে
Posted by
Unknown
|
undefinedundefinedundefined
এবারের আসরেএবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল খাদ্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানের ওপর পৃথিবীর অনেক দেশের গোয়েন্দাদের নজরদারির সুবিধা করে দিয়েছিল কর্তৃপক্ষ! এর জন্য ছিল বিশেষ ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা! মূলত মজার ও হাস্যকর আবিষ্কার, উদ্ভাবন ও গবেষণার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্যই এই ‘ব্যঙ্গ নোবেল’। এবারের আয়োজনে এসেছিলেন সত্যিকারের নোবেল বিজয়ী বিজ্ঞানীরা। তাঁদের মধ্যে ছিলেন ক্যারল গ্রেইডার (চিকিৎসাবিজ্ঞান, ২০০৯), এরিক মাসকিন (অর্থনীতি, ২০০৭), রিচ রবার্টস (চিকিৎসাবিজ্ঞান, ১৯৯৩) ও ফ্র্যাঙ্ক উইল্কজেক (পদার্থ, ২০০৪)।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment