রওশন-এরশাদ দুইজনে ঘুড়ি
উড়ছেন নীলাকাশে থুড়ি! থুড়ি!! থুড়ি!!!
আকাশ না, উড়ছেন রাজনীতি মাঠে
রওশন ফুরফুরে, এরশাদ বাটে।
কখন কী বলছেন ঠিক নেই মাথা
রাজনীতি জাল আছে সবখানে পাতা।
বেশি কথা বললেই এরশাদ ধরা
আম যাবে ছালা যাবে তখন কী করা!
নাটাইটা কার হাতে এরশাদ জানে
তাই তো সকল কাজে তাঁহাকেই মানে।
রওশন ডানে গেলে এরশাদ বাঁয়ে
বিপদ আছেই লেগে তাঁর পায়ে পায়ে।
0 comments:
Post a Comment