Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বাণিজ্যে প্রথম






ইয়াসিন আরাফাত


নিয়মিত চর্চার বিকল্প নেই
ইয়াসিন আরাফাত
‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বাণিজ্যে প্রথম


যারা উচ্চমাধ্যমিকে বাণিজ্যে পড়েছ, তাদের জন্য ‘ঘ’ ইউনিটের আসনসংখ্যা কম বলে প্রতিযোগিতা থাকে বেশি। এখানে বাংলা ও ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরের প্রশ্নগুলো বারবার অনুশীলন করো ভালোভাবে৷ বাংলা প্রথম পত্রে গল্প ও কবিতা থেকে প্রশ্ন হয়। আর ইংরেজিতে বিপরীত শব্দ, প্রতিশব্দ ইত্যাদি মনে রাখবে৷ বিগত বছরগুলোয় এ ধরনের প্রশ্ন এসেছে। সত্যি বলতে কী, ‘ঘ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশটা ভালো করলে সুযোগ পাওয়াটা সহজ হয়। এ জন্য নিয়মিত সংবাদপত্র পড়া আর টিভির খবর দেখার বিকল্প নেই। পত্রিকা পড়তে গিয়ে নতুন কোনো তথ্য পেলে তা অবশ্যই নোট রাখবে। আর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোও বারবার অনুশীলন করো।
পত্রিকা পড়া ছাড়াও বিসিএস গাইড বই থেকে সাধারণ জ্ঞানের অধ্যায়গুলো ভালো করে পড়তে পারো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেকোনো প্রশ্ন আসতে পারে। তাই তোমার তথ্যভান্ডার যত সমৃদ্ধ হবে, তোমার জন্য উত্তর করা তত সহজ হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment