Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

কৌতুক.....32



ক্যাডেট কলেজের সবচেয়ে বড় শাস্তি হলো কলেজ আউট হয়ে যাওয়া! আমার বন্ধু রকিবকে যখনি বলতাম, ‘দোস্ত, আজ প্রিন্সিপালের বাসার ডাব চুরি করে খাব।’ তখনই সে সতর্ক করে দিত, ‘ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি কিন্তু!’ আবার যেদিন বলতাম, ‘আজ একটু কলেজের বাইরে পালিয়ে বেড়াব।’ রকিব তখনো ভয় ধরিয়ে দিত, ‘ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি, দোস্ত!’ আমি একদিন রেগেমেগে বললাম, ‘তুই সব সময় এত ভয় দেখাস ক্যান, আর কোনো দিন আজাইরা ভয় দেখালে খুন করে ফেলব!’ ও তখনো বলল, ‘দোস্ত, ধরা পড়লে কলেজ আউট হয়ে যাবি কিন্তু!’

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment