Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) প্রথম



আল-জামিল

অঙ্কে জোর দাও

আল-জামিল
‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) প্রথম



বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিট। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ক’ ইউনিটের পরীক্ষার জন্য হাতে সময় রয়েছে এক সপ্তাহের কম। এ সময়ে নতুন কিছু পড়ার চেয়ে জানা বিষয়গুলোই ঝালাই করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
‘ক’ ইউনিটে চারটি বিষয়ের প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি বিষয়ে ৩০ করে মোট ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। রসায়ন ও পদার্থবিজ্ঞান উত্তর দেওয়া বাধ্যতামূলক। যারা চতুর্থ বিষয় হিসেবে গণিত অথবা জীববিজ্ঞান পড়েছ, তারা এর যেকোনো একটি বাদ দিয়ে ইংরেজি বা বাংলার উত্তর দিতে পারো। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয়। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪৮। এ বছরের পরীক্ষার্থীদের জন্য আমার পরামর্শ থাকবে, বিগত সালের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করো। এবার যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাই মাথায় অঙ্ক করার কৌশল বেশি করে আয়ত্ত করতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment