Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

কৌতুক .......11



গণিত ম্যাডামের ক্লাস চলছিল। ম্যাডাম ভয়ংকর রাগী। তাঁর ক্লাসে পিনপতন নীরবতা থাকে সব সময়। আমি আর নিপা এক বেঞ্চে বসেছিলাম। ফাজিলটা আমাকে অনেকক্ষণ ধরে ভেঙাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। আবার চুপ করে বসেও থাকতে পারছিলাম না। একসময় আমিও ওকে ভেঙাতে শুরু করলাম। ও যা বলে, আমিও তাই বলি। ও জিজ্ঞেস করল, ‘লুসি, বোর্ডের অঙ্কটা খাতায় তুলেছিস?’ আমিও তা–ই বললাম, ‘লুসি, বোর্ডের অঙ্কটা খাতায় তুলেছিস?’ ও চোখ পাকিয়ে বলল, ‘ফাইজলামি না। ম্যাডাম কিন্তু এখনই চেক করবেন।’ আমিও চোখ পাকিয়ে একই কথা বললাম। হঠাৎ ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে হুংকার দিয়ে উঠলেন, ‘কী রে! কী হলো তোদের?’ ম্যাডামের দিকে তাকিয়ে আমি বলে বসলাম, ‘কী রে! কী হলো তোদের?’
নাহ্, অন্ধ অনুকরণ সত্যিই খারাপ!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment