Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

জাতীয় উন্নয়নে চোরাচালানের অবদান



অর্থনীতি
অর্থনীতি বিভাগে এবার ইগ নোবেল গেছে ইতালির ভাগ্যে। অনেক দিন ধরেই ইউরোপীয় ইউনিয়ন ইতালিকে জাতীয় অর্থনীতি বড় করার চাপ দিয়ে আসছে। কিন্তু মন্দ কপাল, ২০১৩ সালে ইউরোপের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তের তকমা পেয়েছে ইতালি। দেশটির বার্ষিক জিডিপি বৃদ্ধিতে সরকারের চেয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে মাফিয়ারা! বেশ কয়েক বছর ধরেই ইতালিতে অবৈধ পথে মাদক বিক্রি, চোরাচালান ও বেআইনি সব ধরনের ব্যক্তিগত অর্থনৈতিক লেনদেন থেকে রাজস্ব ও কর সংগ্রহ করে আসছে দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব স্ট্যাটিসটিকস। ইতালির রাষ্ট্রীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনার জন্য প্রতিষ্ঠানটিকে দেওয়া হয়েছে অর্থনীতিতে ইগ নোবেল।
পুরস্কারটি গ্রহণের জন্য ইতালি থেকে এই রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠানো হয়নি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment