পদার্থবিদ্যা
পথেঘাটে কলার খোসায় পিছলে পড়ার অভিজ্ঞতা থাকলে তো কোনো কথাই নেই। না থাকলে এমন ঘটনা চাক্ষুষ করেছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কখনো ভেবে দেখেছেন কি, আমরা কেন কলার খোসায় পিছলে পড়ি? এমনই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন জাপানের চার গবেষক। কলার খোসার ওপর পা পড়লে দুই ধরনের বল তৈরি হয়—ঘর্ষণজনিত বল ও উল্লম্ব বল। জুতার তলা ও কলার খোসার ঘর্ষণজনিত গুণাঙ্কের মাত্রা দশমিক শূন্য সাত। অণুবীক্ষণযন্ত্র দিয়ে গবেষকেরা দেখেছেন, কলার খোসার পলিস্যাকারাইড ফলিকুলার নামের জেলজাতীয় পদার্থের কারণেই মানুষের পা পিছলে যায়! গবেষকদের কেউ কখনো কলার খোসায় পা পিছলে পড়েছিলেন কি না, তা জানা যায়নি।
0 comments:
Post a Comment