জনস্বাস্থ্য
চার দেশের ছয় গবেষক ১৬ বছর ধরে ঘাঁটাঘাঁটি করে দেখেছেন, পোষা বিড়ালের কারণে নারীরা টোক্সোপ্লাসমোসিস নামের পরজীবীতে আক্রান্ত হন। এছাড়া বিড়ালের কামড় খাওয়া ৭৫০ জনের মধ্যে ৪১ দশমিক ৩ শতাংশ মানুষই নাকি হতাশায় ভোগে। আর যাদের বিড়াল আছে তাদের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাকি দ্বিগুণ!
0 comments:
Post a Comment