চারুকলা
আপনার সামনে খুব বিখ্যাত ও নিচু দরের দুটি পেইন্টিং রাখা হলো। এমন সময় যদি আপনার হাতে শক্তিশালী লেজার রশ্মি দিয়ে আঘাত করা হয়, তাহলে কী হবে? ইতালির বারি বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক প্রমাণ করেছেন, নিচু দরের চিত্রকর্মটি দেখে আপনি তুলনামূলক বেশি ব্যথা পাবেন! শিল্পকর্মের নান্দনিকতা দেখলে মানুষের ব্যথা কম অনুভূত হয়। অতএব, ব্যথার জন্য আর বাম নয়, উঁচু দরের চিত্রকর্ম দেখুন!
তথ্যসূত্র: ইগ নোবেল ও সায়েন্টিফিক আমেরিকান ওয়েবসাইট
0 comments:
Post a Comment