Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

দেশে প্রতিবছর কিডনি বিকল হচ্ছে ৭০-৮০ হাজার মানুষের


কিডনি


দেশে প্রতিবছর ৭০-৮০ হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।
সোমবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
আব্দুল মুনিম চৌধুরীর (হবিগঞ্জ-১) প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য ১৯৮২ সালের একটি নীতিমালা বিদ্যমান আছে। যারা এটা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হয়।’
হাজী সেলিমের (ঢাকা-৭) প্রশ্নের উত্তরে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৩ হাজার ১০০ তে উন্নীত করা হবে। বর্তমানে এ হাসপাতালে ২৬০০ শয্যা রয়েছে।

নারী সদস্য বেগম পিনু খানের প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ আছে। এর বাইরে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৫৬টি ও ডেন্টাল কলেজ রয়েছে ১৩টি। ৩টি বেসরকারি মহিলা মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজও রয়েছে। তবে সরকারিভাবে মহিলাদের জন্য পৃথক কোনো মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নেই।’
সরকার প্রতিটি মেডিকেল কলেজে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেল কলেজে বার্ন ইউনিট খোলা হয়েছে। আরও দুটি হাসপাতালে খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মেডিকেল কলেজ হাসপাতালে খোলার পরে পর্যায়ক্রমে জেলা হাসপাতালেও এ ইউনিট খোো হবে।’



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment