আমাদের হাউসে নতুন হাউস মাস্টার এলেন। খুবই নাকি কড়া, কাউকে একবিন্দু ছাড় দেন না। আসার প্রথম সপ্তাহেই একদিন খেপে গেলেন তিনি। রেগেমেগে অফিস রুম থেকে বেরিয়েই এক ছেলেকে পাকড়াও করলেন। বারান্দায় ওই ছেলেকে দেখে চিৎকার করে বললেন, ‘এই ছেলে, তুমি দুপুরে ঘুমের সময় খালি গায়ে রুমের বাইরে ঘুরছ কেন? যাও, রুমে গিয়ে ঘুমাও!’
সে আমতা আমতা করতে লাগল, ‘স্যার...’
: না, কোনো কথা নয়! যাও, এক্ষুনি গিয়ে ঘুমাও!
স্যারের চিৎকার শুনে আশপাশের দু–একজন ক্যাডেট রুম থেকে বেরিয়ে এল। ছেলেটি ভয়ে ভয়ে স্টোর রুমে ঢোকার পর স্যার বললেন, ‘এই সময়ে কক্ষনো কোনো ক্যাডেট রুমের বাইরে ঘুরঘুর করবে না! যা হোক, ওই ছেলেটা কোন ব্যাচের ক্যাডেট?’
ক্যাডেটদের একজন বলল, ‘স্যার, ও আমাদের এখানে রঙের কাজ করতে এসেছিল!’
0 comments:
Post a Comment