Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

অপরাহ উইনফ্রে



অপরাহ উইনফ্রে
                                                       
  অপরাহ উইনফ্রে
গণমাধ্যম ব্যক্তিত্ব

মাত্র ১৩ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান অপরাহ উইনফ্রে। পরিবার থেকে দূরে সরে ভর্তি হন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের লিংকন হাইস্কুলে। মেধার জোরে বাগিয়ে নেন রাষ্ট্রীয় এক বৃত্তি। ভর্তি হন নিকোলেট হাইস্কুলে। পরে মায়ের কঠোর ইচ্ছার জন্য অপরাহ ভর্তি হন ইস্ট ন্যাশভিল হাইস্কুলে। আবারও স্কুলে সেরা বক্তার পুরস্কার পেয়ে জিতে নেন আরেক বৃত্তি। স্কলারশিপ নিয়ে ভর্তি হন টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে। যোগাযোগ বিষয়ে পড়াশোনা শুরু করেন। ১৭ বছর বয়সে মিস ব্ল্যাক টেনেসি খেতাব জয় করেন অপরাহ। বিশ্ববিদ্যালয়ের পড়ার পাশে এক বেতারে কাজ শুরু করেন তিনি। বেতারে সংবাদপাঠকের কাজ থেকে তাঁর ডাক পড়ে বাল্টিমোরের এক টেলিভিশনে। আর তাতেই বিশ্ববিদ্যালয় ছাড়তে হয় তাঁকে। বিশ্ববিদ্যালয় পালানো সেই অপরাহ ২০১৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment