সেদিন বন্ধুরা মিলে ভূত নিয়ে গবেষণা করছিলাম। আমি বললাম, ‘ধুরর, ভূত-টুত বলে কিছু নাই। আমি এইসব বিশ্বাস করি না।’ আমার বন্ধু নির্জন একমত হলো, ‘আমিও। তবে ভূতে বিশ্বাস না করলেও আমি ভিমবারে বিশ্বাস করি।’ সবাই অবাক হয়ে ভাবতে লাগলাম, গল্পের বইয়ে অনেক রকম ভূতের নাম পড়েছি। কিন্তু ভিমবার বলে তো কোনো ভূতের নাম শুনিনি! এটা আবার কোন ভূত? নির্জনকে জিজ্ঞেস করতে হলো না। সে নিজেই বুঝিয়ে দিল, ‘আরে, ওই যে আছে না, যারা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়?’ ওর কথা শেষ হওয়ার আগেই সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, ‘ভ্যাম্পায়ার?’ ভুলটা ধরতে পেরে জিবে কামড় দিল ও। সেদিন থেকে আমরা ওকে ভিমবার বলেই ডাকি।
ভিমবারভীতি
Posted by
Unknown
|
undefinedundefinedundefined
সেদিন বন্ধুরা মিলে ভূত নিয়ে গবেষণা করছিলাম। আমি বললাম, ‘ধুরর, ভূত-টুত বলে কিছু নাই। আমি এইসব বিশ্বাস করি না।’ আমার বন্ধু নির্জন একমত হলো, ‘আমিও। তবে ভূতে বিশ্বাস না করলেও আমি ভিমবারে বিশ্বাস করি।’ সবাই অবাক হয়ে ভাবতে লাগলাম, গল্পের বইয়ে অনেক রকম ভূতের নাম পড়েছি। কিন্তু ভিমবার বলে তো কোনো ভূতের নাম শুনিনি! এটা আবার কোন ভূত? নির্জনকে জিজ্ঞেস করতে হলো না। সে নিজেই বুঝিয়ে দিল, ‘আরে, ওই যে আছে না, যারা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়?’ ওর কথা শেষ হওয়ার আগেই সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, ‘ভ্যাম্পায়ার?’ ভুলটা ধরতে পেরে জিবে কামড় দিল ও। সেদিন থেকে আমরা ওকে ভিমবার বলেই ডাকি।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment