Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

মনের ভাষা বুঝবে সফটওয়্যার!


ধরুন, আপনি কোনো প্রতিবেদন পড়ছেন। কিন্তু একপর্যায়ে আপনি অন্যমনস্ক হয়ে পড়লেন। মন চলে গেছে অন্য কোনো রাজ্যে। এ সময় যদি একটি সফটওয়্যার আপনাকে সেই রাজ্য থেকে ফিরিয়ে এনে আসল কাজে মনোযোগ দিতে সাহায্য করে, তবে কেমন হয়?
ভাবছেন, মানুষের মন অন্য কোথাও বিচরণ করে বেড়াচ্ছে, তা ধরে ফেলবে একটি সফটওয়্যার—এটাও কি আবার সম্ভব? কিন্তু যুক্তরাষ্ট্রের গবেষকদের কল্যাণে বাস্তবেই তা সম্ভবপর হতে যাচ্ছে।
মানুষ তার মোট সময়ের ২০ থেকে ৪০ শতাংশই নিজের আসল জগৎ থেকে হারিয়ে চিন্তার অন্য কোনো জগতে ডুবে থাকে বলে ধারণা করা হয়। এ কারণে ব্যক্তির কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটার পাশাপাশি আরও কিছু সমস্যা হয়। যেমন, প্রয়োজনের সময়ে অতীতের কোনো ঘটনা মনে করতে না পারা, কোনো কিছু পড়ার পর ঠিকমতো বুঝতে না পারা ইত্যাদি।
এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব নটর ডেমের গবেষক সিডনি ডি’মেলো ও রবার্ট বিক্সলার দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাঁরা এমন এক সফটওয়্যার তৈরি করেছেন, যেটি মানুষের ক্ষীয়মাণ মনোযোগের বিষয়টি উপলব্ধি করার বুদ্ধিমত্তাসম্পন্ন।
সফটওয়্যারটি যুক্ত থাকবে আই ট্র্যাকারের (চোখের গতিবিধি শনাক্তকারী যন্ত্র) সঙ্গে। চোখের গতিবিধির বিশেষ কিছু বৈশিষ্ট্যের ওপরে বিশেষভাবে খেয়াল রাখার মাধ্যমে সফটওয়্যারটি জেনে যাবে, ব্যবহারকারীর মনোযোগ আসল কাজের ওপরে আছে, নাকি অন্য কোনো দিকে সরে গেছে। যেমন, কোনো প্রতিবেদন পড়ার সময় ব্যবহারকারী কতক্ষণ শব্দগুলোর ওপরে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকছেন, তারপর চোখগুলো কোন দিকে সরে যাচ্ছে, চোখের গতিবিধির সার্বিক ধরন ইত্যাদি।
সফটওয়্যারটি যদি মনে করে, ব্যবহারকারীর মনোযোগ আসল জায়গাতে আর নেই, তখন সফটওয়্যারটি প্রক্রিয়াটিকে থামিয়ে দিয়ে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে এবং বিষয়বস্তুর ওপরে আলোকপাত করবে।
গবেষক সিডনি ডি’মেলো বলেন, সামরিক বাহিনী বা উড়োজাহাজ পরিচালনার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ কাজগুলোতে এই পদ্ধতি ব্যবহার করা হলে, বড় ধরনের বিপর্যয় রোধ করা যেতে পারে।
আগামী কয়েক মাসের মধ্যেই এটির প্রথম সংস্করণ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: নিউ সায়েন্টিস্ট

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment