সাতক্ষীরা শহরের চারটি পুরোনো মোটরসাইকেল বেচাকেনার দোকান থেকে দুই শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ এই বিশেষ অভিযান চালায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গত দুই বছরে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল চুরি হয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, এসব মোটরসাইকেল সাতক্ষীরা ও যশোরসহ দেশের ১২টি জেলায় বেচাকেনা হয়। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) নির্দেশে গত রোববার থেকে অভিযানে নামে পুলিশ। ওই দিনই মোটরসাইকেল চুরির অভিযোগে ঢাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী যশোর থেকে আরেকজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র বিশ্বাস ও ঢাকার মিরপুর থানার এসআই মো. রাসেলের নেতৃত্বে পুলিশ গতকাল সকাল ছয়টা থেকে সাতক্ষীরা শহরের সরদার ট্রেডিং, এ ওয়ান মটর, হোন্ডা বাজার ও বি এম এল নামে চারটি পুরোনো মোটরসাইকেল বেচাকেনার দোকানে অভিযান চালায়। সেখান থেকে ২২৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেল চুরি ও চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
সাতক্ষীরার মেহেদিবাগ এলাকার তরিকুল ইসলাম, কলারোয়া গোপীনাথপুর এলাকার মো. সরফা ও যশোর আর কে রোডের রেজা রহমান জানান, তাঁরা মোটরসাইকেল চোরাকারবারির সঙ্গে জড়িত নন। তাঁরা পুরোনো মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করেন।
ওসি ইনামুল হক জানান, জব্দ করা মোটরসাইকেলসহ আটক হওয়া ব্যক্তিদের ঢাকায় নেওয়া হবে। সেখানেই সব যাচাই-বাছাই করা হবে।
0 comments:
Post a Comment