সম্প্রতি বাজারে এসেছে আকর্ষণীয় রং ও নকশার হ্যাভিট ব্র্যান্ডের ট্যাবলেট। শিশুদের ব্যবহার উপযোগী হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭১০ মডেলের এই ট্যাবলেট বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস। এই ট্যাবলেট কম্পিউটারকে তারা বলছে কিডজ ট্যাব।
এতে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, প্যারেন্টাল কন্ট্রোল, বুক রিডার, পেইন্টিং, গেমিং সুবিধাসহ রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৮ জিবি স্টোরেজ, সামনে ও পেছনের ক্যামেরা, ওয়াই-ফাই ও মাইক্রো এসডি কার্ড স্লট।
কম্পিউটার সিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭১০ মডেলের ট্যাবটিতে রয়েছে এক বছরের বিক্রোয়োত্তর ওয়ারেন্টি পাওয়া যাবে। ট্যাবের দাম ছয় হাজার ৮০০ টাকা।
0 comments:
Post a Comment