Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

বিজ্ঞান - বিজ্ঞানীদের আবিষ্কার


✓ মেনডেল : অস্ট্রিয়ার বিজ্ঞানী গ্রেগর জোহান মেনডেল জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক।
✓ওপেনহেমার : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওপেনহেমার পারমাণবিক বোমার আবিষ্কারক।
✓ লুইস ব্রেইল : ফরাসি বিজ্ঞানী লুইস ব্রেইল অন্ধদের পড়ার জন্য বে্রইল নামক বিশেষ ধরনের লিখন রীতির প্রচলন করেন।
✓ এডিসন : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টমাস আলভা এডিসন, যিনি একইসাথে ফনোগ্রাফ, বৈদ্যুতিক বাতি ও সিনেমা প্রজেক্টরের আবিষ্কারক।
✓ মাইকেল ফ্যারাডে : তিনি সর্বপ্রথম তড়িত্ উত্পাদক ডায়ানামো আবিষ্কার করেন।
✓ লুই পাস্তুর : ফরাসি বিনজ্ঞানী লুই পাস্তুর রোগ জীবাণূ তত্ত্ব উদ্ভাবন করেন এবং জলাতঙ্ক, এনথ্রাক্স ও মুরগির কলেরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার কেরন।
✓ চার্লস ব্যাবেজ : যুক্তরাজ্যের বিজ্ঞানী চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক।
✓ চার্লস ডারউইন : বিবর্তনবাদের প্রবক্তা। ইংল্যান্ডের বিজ্ঞানী। রচিত গ্রন্থ ‘অরিজিন অব স্পেসিস’।
✓ আলেকজেন্ডার ফ্লেমিং : স্কটল্যান্ডের বিজ্ঞানী স্যার আলেকজেন্ডার ফ্লেমিং এন্টিবায়োটিক আবিষ্কার করেন। পেনিসিলিন আবিষ্কারের জন্য তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান।
✓ মার্টিন কুপার : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মার্টিন কুপার ৩ এপ্রিল, ১৯৭৩ মোবাইল ফোনে প্রথম কল করেন। তাকে মোবাইল ফোনের জনক বলা হয়।







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment