২২/ পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু – ওসমিয়াম (প্লাটিনাম জাতীয়) ।
৩৩/ সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু – পারদ ।
২৪/ সাধারণ তাপমাত্রায় তরল অধাতু – ব্রোমিন ।
২৫/ সবচেয়ে হালকা ধাতু – লিথিয়াম ।
২৬/ ভূ- ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় – অ্যালুমিনিয়াম (৭%) ।
২৭/ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু – ক্যালিফোর্নিয়াম ।
২৮/ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায় – ক্যালসিয়াম ।
২৯/ স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় – ক্যারেট দিয়ে ।
৩০/ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় – অ্যালুমিনিয়াম ।
৩১/ একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী – গ্রাফাইট ।
৩২/ ছুরি দ্বারা সহজে কাটা যায় – সোডিয়াম ।
৩৩/ সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে – সোডিয়াম ।
৩৪/ আতশবাজি ও ফটোগ্রাফির ফ্লাশ পাওডার তৈরীতে ব্যবহৃত হয়- ম্যাগনেসিয়াম ।
৩৫/ সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয় – ম্যাগনেসিয়াম ।
৩৬/ নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান পাথরগুলো – অ্যালুমিনিয়ামের যৌগ ।
৩৭/ পানি পরিশোধনে ব্যবহৃত হয় – ফিটকিরি ।
৩৮/ ল্যাবরেটরিতে শুস্ককারক ও নিরুপক হিসাবে ব্যবহৃত হয়- কুইক লাইম ।
৩৯/ উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী হয় – ডুরালুমিন (অ্যালুমিনিয়াম) দিয়ে।
৪০/ চাঁদের নাম অনুসারে মৌলের নাম – সেলিনিয়াম ।
৪১/ হ্যালোজেন অর্থ – সামুদ্রিক লবন উৎপাদক ।
৪২/ ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান – নাইট্রোক্লিয়াফিল ।
৪৩/ কাগজে ঘষলে দাগ কাটে – লেড
0 comments:
Post a Comment