Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

বিশ্ববিদ্যালয় ছেড়ে সিনেমায়





বেন অ্যাফ্লেকবেন অ্যাফ্লেকবিশ্ববিদ্যালয় ছেড়ে সিনেমায়
দুবার অস্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক। বেনের ঝুলিতে গুড উইল হান্টিং, শেকসপিয়ার ইন লাভ, পার্ল হারবার-এর মতো সিনেমা জমা আছে। বেনের বাবাও ছিলেন অভিনেতা আর মা ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। হাইস্কুলে বেনের প্রিয় বিষয় ছিল ড্রামা। স্কুলে বেনের বন্ধু ছিল এখনকার আরেক হলিউড তারকা ম্যাট ডেমন। স্কুলের ছুটিতে গ্রীষ্মকালে দুজনে মিলে সিনেমা হলেও কাজ করেন। হাইস্কুলে অনুপস্থিতির জন্য নিয়মিত শোকজ খেতেন বেন। স্কুলের পড়াশোনা শেষ করে ভারমন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। কিন্তু দুমাসের মধ্যে ভারমন্ট ছেড়ে লস অ্যাঞ্জেলেসে এসে অক্সিডেন্টাল কলেজে মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ে ভর্তি হন। কিন্তু দেড় বছরের মাথায় গুড উইল হান্টিং সিনেমার চিত্রনাট্য লেখার জন্য বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান বেন।
সূত্র: রোলিং স্টোন ম্যাগাজিন

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment