Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

সফল ড্রপআউট.... 08.01.2015




ঐশ্বরিয়া রাই, জিম ক্যারিঐশ্বরিয়া রাই, জিম ক্যারিস্থাপত্য ছেড়ে মডেলিংয়ে
১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই। বলিউড সিনেমায় অভিনয়দক্ষতার জন্য এরই মধ্যে জয় করে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা। ভারতের কর্ণাটকের এক মেরিন বায়োলজিস্ট বাবার ঘরে জন্ম তাঁর। পড়াশোনার শুরু মুম্বাইয়ের আর্যবিদ্যা মন্দির উচ্চবিদ্যালয়ে। এরপর ডিজি রুপারেল কলেজ থেকে শতকরা ৯০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। স্কুল-কলেজে জীববিজ্ঞানই ছিল তাঁর প্রিয় বিষয়, আর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মেডিসিন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকে রাহেজা কলেজ অব আর্টসে তিনি স্থাপত্য বিষয়ে পড়ার জন্য ভর্তি হন। এরই মধ্যে ভোগ ম্যাগাজিনের এক সুপার মডেল প্রতিযোগিতায় প্রথম হন তিনি। তাতেই উচ্চশিক্ষাকে বিদায় জানাতে হয়। মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় পড়াশোনাকে বিদায় জানান তিনি। পরে মডেল থেকে অভিনয়ে। শেষ পর্যন্ত ভারতের অন্যতম শীর্ষ তারকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
স্কুল ছেড়ে কমেডিয়ানব্রুস অলমাইটি-খ্যাত কানাডীয় মার্কিন অভিনেতা জিম ক্যারি। বাবা একাধারে অ্যাকাউন্ট্যান্ট ও মিউজিশিয়ান হওয়ার পরও জিমদের পরিবারে আর্থিক অনটন ছিল। তাই তো ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে হয় তাঁকে। অন্টারিওর এক ক্যাথলিক স্কুলে দুই বছর আর অন্য এক ইনস্টিটিউটে এক বছর পড়াই ছিল তাঁর পড়াশোনার দৌড়। মায়ের অসুস্থতা আর বাবার আর্থিক দোটানায় স্টিল মিলের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। স্টিল মিলে বৈজ্ঞানিক পরীক্ষণ বিভাগে কাজ ছিল তাঁর। আরও একটু বেশি টাকা আয়ের জন্য বাবা তাঁকে টরন্টোর এক কমেডি ক্লাবের মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেন। ধীরে ধীরে কমেডির মঞ্চ ছেড়ে রুপালি পর্দার সিনেমাজগতে আগমন ঘটে এই কমেডিয়ানের।
সূত্র: সিবিএস নিউজ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment