Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

জীবনের সেরা ১০ সুখের মুহূর্ত






সাধারণ ঘটনাগুলোর মধ্যেই থাকতে পারে অনাবিল সুখের মুহূর্ত। এ লেখায় থাকছে তেমন ১০টি সুখের মুহূর্ত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

সম্প্রতি এক গবেষণায় মানুষের সুখের মুহূর্তগুলোর সন্ধান করা হয়। এতে ৭০ ও তার বেশি বয়সী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় জানা যায়, পুরুষরা ৪০ বছর বয়সে এবং নারীরা ৩৮ বছর বয়সে তাদের সবচেয়ে সুখের মুহূর্ত পার করে।
মানুষের সেরা ১০ সুখের মুহূর্তগুলো হলো-

১০. ভালোবাসার মানুষকে প্রথমবার চুমু খাওয়া।

৯. স্বপ্নের মানুষের সঙ্গে দেখা করা।

৮. সন্তানের প্রথম কথা শোনা।

৭. সন্তানের প্রথম পদক্ষেপ দেখা।

৬. নতুন বাড়িতে যাওয়া।

৫. অবসরের দিন।

৪. দ্বিতীয় বা পরবর্তী সন্তানের জন্ম হওয়ার দিন।

৩. পিতামহ/মাতামহ হওয়ার দিন।

২. বিয়ের দিন।

১. প্রথম সন্তানের জন্ম হওয়ার দিন।

জরিপে অংশগ্রহণকারীদের কাছ থেকে জীবনে সুখী হওয়ার বিষয়ে পরামর্শও নেওয়া হয়। এতে তাদের কাছ থেকে জীবনের যে পাঁচটি বড় ভুলের কথা জানা যায় তা হলো-

 ১. ভুল ক্যারিয়ার বেছে নেওয়া।

২. বেশি পড়াশোনা না করা।

৩. পর্যাপ্ত ভ্রমণ না করা।

৪. ডিভোর্স।

৫. তাড়াতাড়ি বিয়ে করা। 







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment