মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী নোরা জোন্স। তাঁর বাবা আলোচিত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আর মা ছিলেন নৃত্যশিল্পী। তারকাদ্যুতি নিয়ে জন্মালেও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করতে পারেননি এই তারকা। হাইস্কুলে থাকতেই গান লেখা আর গাওয়ার দিকেই ঝোঁক ছিল বেশি তাঁর। ভালো স্যাক্সোফোন বাজাতে পারতেন বলে বেশ সুনামও ছিল। হাইস্কুলের পড়া শেষে নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করতে ভর্তি হন তিনি। জ্যাজ পিয়ানোকেই পড়াশোনার বিষয় হিসেবে বেছে নেন নোরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে ক্লাবে আর কনসার্টেই গান গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত দুই বছর পরে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান এই তারকা। সূত্র: এবিসি নিউজ।
বিশ্ববিদ্যালয় ছেড়ে কনসার্টে
Posted by
Unknown
|
undefinedundefinedundefined
মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী নোরা জোন্স। তাঁর বাবা আলোচিত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আর মা ছিলেন নৃত্যশিল্পী। তারকাদ্যুতি নিয়ে জন্মালেও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করতে পারেননি এই তারকা। হাইস্কুলে থাকতেই গান লেখা আর গাওয়ার দিকেই ঝোঁক ছিল বেশি তাঁর। ভালো স্যাক্সোফোন বাজাতে পারতেন বলে বেশ সুনামও ছিল। হাইস্কুলের পড়া শেষে নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করতে ভর্তি হন তিনি। জ্যাজ পিয়ানোকেই পড়াশোনার বিষয় হিসেবে বেছে নেন নোরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে ক্লাবে আর কনসার্টেই গান গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত দুই বছর পরে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান এই তারকা। সূত্র: এবিসি নিউজ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment