Posted by
Unknown
|
undefinedundefinedundefined
কিশোর আমদানিকারক
চীনা-মার্কিন কিশোর জোনাথান কুন। চীন থেকে গাড়ির যন্ত্রাংশ আমেরিকায় আমদানি করেই কোটিপতি হয় কিশোর কুন। ১৬ বছর বয়সে স্কুলে পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করে সে। বছর না পেরোতেই নামের আগে মিলিওনেয়ার তকমা জুটে যায় তার। বর্তমানে তার বার্ষিক আয় প্রায় ৮০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ কোটি টাকা।
0 comments:
Post a Comment