skip to main |
skip to sidebar
Posted by
Unknown
|
কিয়ানু রিভসস্কুল বদলানোর মাস্টারকানাডার আলোচিত অভিনেতা কিয়ানু রিভস, দ্য ম্যাটরিক্স-এর নিও নামেই সারা বিশ্বে বেশি আলোচিত তিনি। টরন্টো শহরে শিশুকাল কাটে তাঁর। স্কুল নিয়ে বিশাল ইতিহাস আছে কিয়ানুর জীবনে। স্কুলে ভর্তির প্রথম পাঁচ বছরে চারবার স্কুল বদলানো হয় তাঁর। এমনকি ইতোবিকোক স্কুল অব আর্টস নামের বড় এক স্কুল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। স্কুলে বেশি চিৎকার করতেন বলেই কর্তৃপক্ষ তাঁকে নাকি বহিষ্কার করতে বাধ্য হয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তবে স্কুলে পড়ার চেয়ে হকি খেলাতেই বেশি টান ছিল তাঁর। স্কুলের হকি দলে খেলার জন্য দ্য ওয়াল নিকনেমও কুড়িয়েছিলেন তিনি। হাইস্কুলের পড়ার শেষ দিকে অ্যাভোনডেল সেকেন্ডারি স্কুলে ভর্তির সুযোগ পান তিনি। কিন্তু হাইস্কুলের ডিপ্লোমা অর্জনের আগেই স্কুলকে বিদায় জানান নিওখ্যাত কিয়ানু রিভস।
0 comments:
Post a Comment