Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

১৫ বছর বয়সেই পিএইচডি প্রার্থী!



১৫ বছর বয়সেই পিএইচডি প্রার্থী!



মাত্র ১৫ বছর বয়সে পিএইচডি প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছেন ভারতের লক্ষ্ণৌর মেয়ে সুষমা ভার্মা। সাফল্য আর রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করেছেন সুষমা। মাত্র পাঁচ বছর বয়সেই বিশেষ বিবেচনায় নবম শ্রেণিতে পড়ার সুযোগ লাভ করেন তিনি। এরপর আর অগ্রযাত্রা থামেনি এই বিস্ময়-বালিকার।
মাত্র ১৩ বছর বয়সে বিএসসি এবং মাত্র ১৫ বছর বয়সে বিভাগে প্রথম স্থান লাভ করে এমএসসি (মাইক্রোবায়োলজি) ডিগ্রি সম্পন্ন করেন। এখানেই থেমে থাকার পাত্রী নন সুষমা। এবার বোধ হয় কম বয়সে পিএইচডি ডিগ্রিও লাভ করতে যাচ্ছেন সুষমা। বাবাসাহেব ভিমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে নাম নিবন্ধন করেছেন সুষমা।


বাবা পরিচ্ছন্নতাকর্মী তেজ বাহাদুর ও মা গৃহিণী ছায়া দেবীর ঘরে সুষমার জন্ম ২০০০ সালে। তিন ভাইবোনের মধ্যে সুষমা সবার বড়। তাঁর ছোট ভাইও তাঁর মতোই মেধাবী। সুষমার ছোট ভাই শৈলেন্দ্র বিএসসি ডিগ্রি লাভ করেছেন মাত্র ১৪ বছর বয়সে।


সূত্র: ইন্ডিয়া টাইমস








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment