র্ঘদিন নোটিশ দেবার পর অবশেষে ১৯শে মে ২০১৫ইং ঢাকার জার্মান দূতাবাস তাদের নতুন অনলাইন সাক্ষাৎকার তারিখ সংগ্রহ ব্যবস্থা চালু করল।
এখন থেকে আর দুশ্চিন্তা করতে হবে না যে কবে তারিখ পরে বা কাজ শেষ করার আগেই তারিখ পরে কিনা। নতুন ব্যবস্থা যেমন সুবিধাজনক
তেমনি আছে বেশ কিছু সমস্যা। আসুন আমরা জেনে নেই কিভাবে একটু এই সমস্যা গুলো এড়িয়ে আমরা শুধু সুবিধাগুলো পেতে পারি।
নতুন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু সুবিধা:
- এখন থেকে আপনার সুবিধামত একটি তারিখে আপনি আপনার সাক্ষাৎকারটি দিতে পারবেন
- আপনি নিজে নিজে অনলাইনে আপনার সাক্ষাৎকারের তারিখটি সংরক্ষণ করতে পারবেন
- আপনি সাক্ষাৎকার তারিখ সংগ্রহ করার সময় দেখতে পারবেন কবে কবে তারিখ খালি আছে
- আপনি সফল ভাবে একটি তারিখ সংরক্ষণ করার পর আপনাকে একটি অনুমোদনপত(confirmation) ইমেইলে দেয়া হবে
- কোন সমস্যা থাকলে আপনি আপনার সংরক্ষণকৃত তারিখটি বাতিল করে দিতে পারবেন
- যদি আপনি না পারেন তাবে আপনার বিশ্বস্ত অন্য কোন ব্যক্তি আপনার জন্য একটি সাক্ষাৎকারের একটি তারিখ সংগ্রহ করতে পারবে
- আপনার কাঙ্ক্ষিত যাত্রার(flight) তারিখ হইতে আপনি সর্বোচ্চ ৩ মাস আগে সাক্ষাৎকারের তারিখ সংগ্রহ করতে পারবেন
- অনূর্ধ্ব ৬ বসর বয়েসি শিশুরা শেঞ্জেন ভিসার জন্য তাদের পিতামাতা/অভিভাবকদের সাথে সাক্ষাৎকার দিবে, আলাদা আবেদনের প্রয়োজন নেই
- অনূর্ধ্ব ১২ বসর বয়েসি শিশুরা জাতীয়(National/D-Visa) ভিসার জন্য তাদের পিতামাতা/অভিভাবকদের সাথে সাক্ষাৎকার দিবে, আলাদা আবেদনের প্রয়োজন নেই
- অনলাইনে সাক্ষাৎকারের তারিখ সংগ্রহ করার পরিসেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়....
0 comments:
Post a Comment