Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

সত্যিকার সফল ও সাহসী ব্যক্তির বৈশিষ্ট্য






বিশ্বে যুগে যুগে জন্ম নিয়েছেন বহু সাহসী সফল ব্যক্তি, যাঁরা পৃথিবীর বাকি মানুষকে চলার পথ প্রদর্শন করেছেন তাঁদের কিছু বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা আর লেখায় থাকছে তেমন কিছু বৈশিষ্ট্যের বর্ণনা

. কল্পনাতীত বিষয়ে বিশ্বাস
অধিকাংশ মানুষই এমন লক্ষ্যে বিশ্বাস করে, যা অর্জন করা যায়। কিন্তু সাহসী সফল ব্যক্তিরা এমন সব বিষয় বিশ্বাস করেন, যা অন্যরা কল্পনাও করতে পারে না।

. ধৈর্য ধারণ
অসম্ভব সাহসী সফল ব্যক্তিরা ধৈর্য ধরতে ভয় পান না। পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে যায় তখন ধৈর্য ধরে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেষ্টা করেন সফল সাহসী ব্যক্তিরা। ক্ষেত্রে তাঁদের দেখা যায় অন্যদের সাহস জোগাতে।

. 'না' বলতে নির্ভীক
কখনো 'না' বলাও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আর প্রয়োজনের সময় কঠিন কাজটিও করতে ভয় পান না সাহসী ব্যক্তিরা।

. অপ্রিয় কাজে সমর্থন
অনেক কাজ আছে যা জনপ্রিয় না হলেও করতে হয়। আর সে কাজটিও করতে ভয় পান না সাহসী সফল ব্যক্তিরা। তাঁরা কোনো কাজকে ভালো বা কল্যাণকর বলে মনে করলে তা বাস্তবায়নে জোর দেন ক্ষেত্রে অন্যরা কী বলল, এর চেয়েও অন্যান্য বিষয়কে গুরুত্ব দেন সাহসী ব্যক্তিরা।

. নির্ভয়ে সাহায্য প্রার্থনা
সাফল্যের জন্য শুধু নিজের প্রচেষ্টা নয়, অন্যদের সাহায্য-সহযোগিতাও প্রয়োজন হয়। আর ক্ষেত্রে সফল সাহসী ব্যক্তিরা প্রয়োজনে অন্যদের সাহায্য চাইতে দ্বিধা করেন না।

. আবেগ প্রকাশে দ্বীধাহীন
সাহসী ব্যক্তিদের আবেগ গোপন থাকে না। তাঁরা নিজেদের মনোভাব আশপাশের মানুষকে বুঝিয়ে দেন এবং এতে কোনো লুকোচুরি করেন না।

. তাঁরা ক্ষমাশীল
ক্ষমা মহৎ গুণ হলেও সবাই এই গুণের চর্চা করে না। কিন্তু সফল সাহসী ব্যক্তিরা ক্ষমা করতে বিষয়টি ভুলে যেতে পারেন সহজেই।

. লক্ষ্যচুত না হওয়া
সত্যিকারের সাহসী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত হন। ক্ষেত্রে বিভিন্ন প্রভাব তাঁদের লক্ষ্য থেকে সরাতে পারে না। আর এতে তাঁরা সফলতা লাভ করেন।

. নেতৃত্বে নির্ভয়
নেতৃত্ব দিতে সত্যিকারের সাহসী ব্যক্তিরা ভয় পান না। তাঁরা জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন এবং তা বাস্তবে প্রয়োগ করেন।

১০. অন্যদের ব্যবহার
সাহসী সফল ব্যক্তিরা তাঁদের সাফল্যের জন্য অন্যদের ওপর আস্থা রাখেন। টিমওয়ার্কের মাধ্যমে কিংবা অন্য যেকোনো উপায়ে নিজের কাছের কিংবা আস্থাভাজন মানুষদের ব্যবহার করে সাফল্যের শিখরে পৌঁছতে দ্বিধা করেন না তাঁরা।

১১. দ্বীধাহীনভাবে ভুল স্বীকার
সত্যিকারের সাহসী ব্যক্তিরা ভুল স্বীকার করতে ভয় পান না। তাঁরা দ্বিধাহীনভাবে নিজের দোষ-ত্রুটি কিংবা ভুল স্বীকার করেন। ক্ষেত্রে অন্য মানুষও তাই তাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
 
১২. নির্দ্বিধায় দায়িত্ব গ্রহণ
পরিস্থিতি যা- হোক না কেন, দায়িত্ব গ্রহণ করতে কোনোভাবেই পিছপা হন না সত্যিকারের সাহসী ব্যক্তিরা। কোনো সাফল্য কিংবা ব্যর্থতা যা- আসুক না কেন, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলাতে তাঁদের জুড়ি নেই।
 

সূত্র : বিজনেস ইনসাইডার



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment