Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান



82 

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান। বিশ্বজুড়ে এ বিমান নিয়ে আগ্রহের শেষ নেই। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলোর অন্যতম এটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিশেষভাবে এ বিমানটি তৈরী করেছে, যেখানে সবধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে বিমানটি নিয়ে ব্যাপক আলোচনার কারনে এ বিমানটি অনেক পরিচিত। কিন্তু তারপরও বিমানটি সম্পর্কে এখানে যে নয়টি তথ্য দেয়া হলো সেগুলো এখনো অজানাই।

 
 ১.মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি 71 মিটার লম্বা

২.বিমানের ডানাগুলো 60 মিটার প্রশস্ত

৩.বিমানটির কাঠামো এতই শক্ত যে, এটি ভূমি থেকে উৎক্ষেপিত নিউক্লিয়ার বোমাও প্রতিরোধে সক্ষম

৪.প্রতিটি জানালাই বুলেটসহ যেকোন সামরিক হামলা মোকাবিলায় সক্ষম

৫.এয়ারফোর্স ওয়ানের প্রতিঘন্টার উড্ডয়নের খরচ দুই লাখ মার্কিন ডলার

৬.বিমানটিতে মোট ৮৫ টি ফোনলাইন আছে

৭.বিমানটির ভেতরের অংশের মোট আয়তন চার হাজার স্কয়ার ফিট

৮.বিমানটির যাত্রীধারণ ক্ষমতা ৭৬ জন, ক্রু মেম্বার ২৬ জন

৯.প্রেসিডেন্টের ওভাল অফিসের মত পুরো আরেকটি অফিস আছে বিমানটিতে















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment