Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

স্কুল পালিয়ে হলিউডে + কলেজ ছেড়ে বিশ্বসুন্দরী



KSRM

সফল ড্রপআউট

আপডেট: | প্রিন্ট সংস্করণ
নিকোলাস কেজ,প্রিয়াঙ্কা চোপড়া 

স্কুল পালিয়ে হলিউডে
কন এয়ার, দ্য রক, গোস্ট রাইডার সিনেমার জন্য আলোচিত অভিনেতা নিকোলাস কেজ। নিকোলাস বেভারলি হিল হাইস্কুলে পড়াশোনা শুরু করেন। এই স্কুলের অনেক শিক্ষার্থী হলিউডের আলোচিত অভিনয়শিল্পী ছিলেন। স্কুলে পড়ার চেয়ে নাটকেই বেশি সময় দিতেন নিকোলাস। এ সময়ই নিকোলাস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্কুলেও ভর্তি হন। স্কুল থেকে গোল্ডেনবয় নামের এক নাটকে অভিনয় করে আলোচিত হন। অভিনয়ের জন্য ১৬ বছর বয়সে স্কুলকে বিদায় জানান তিনি। ১৯৮২ সালে হলিউডের এক সিনেমায় ছোট এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউড অভিষেক হয় তাঁর। সূত্র: রোলিং স্টোন


কলেজ ছেড়ে বিশ্বসুন্দরীবলিউডপাড়ার আলোচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। সাবেক এই বিশ্বসুন্দরীর মা-বাবা দুজনেই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। মা-বাবার চাকরিসূত্রে আধডজন স্কুলে পড়ার সুযোগ হয় প্রিয়াঙ্কার। ১৩ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসসের এক স্কুলে ভর্তি হন তিনি। ক্লাসিক্যাল মিউজিক আর কত্থক নাচ নিয়ে পড়াশোনা করেন। তিন বছর পরে ভারতে ফিরে ব্যারিলির আর্মি পাবলিক স্কুলে ভর্তি হন প্রিয়াঙ্কা। উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষে কলেজেও ভর্তি হন। কিন্তু তত দিনে মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কলেজকে বিদায় জানান তিনি। সূত্র: দ্য হিন্দু




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment