আমার ছোট ভাই মাত্র কয়েক দিন হলো স্কুলে যাওয়া শুরু করেছে।
মা ওকে এটা-সেটা অনেক কিছু শিখিয়ে দেন, ‘বুঝলে, ক্লাসের চলার সময় তোমার যদি ওয়াশরুমে যেতে হয়, টিচারের অনুমতি নিয়ে যাবে, ঠিক আছে ?’
ও সব বুঝেছে এমন ভাব নিয়ে বলল, ‘আরে, আমি জানি। এটা আর বলে দিতে হবে না। আমি তো আজকেও ক্লাসে পারমিশন নিয়ে ওয়াশরুমে গিয়েছি।’ মা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ‘তাই ?
তা কী বলে অনুমতি নিয়েছ ?’
ওর সরল উত্তর, ‘ক্লাসে দাঁড়িয়ে টিচারকে বলেছি— ম্যাংগো টু ওয়াশরুম ?’
0 comments:
Post a Comment