খুদে বার্তা
............................SR_SPORTS
তারিখ: ১০-১১-২০১২
মুঠোফোনের পর্দায় তাকিয়েই অবাক হলাম। মনে হলো, স্বপ্ন দেখছি না তো! জেরিন আমাকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছে!!! মাস চারেক হলো, ও আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। যোগাযোগ বন্ধের শুরুর দিনগুলোতে ও হুট করে কেন জানি আমার ‘ভালো’ চাইতে শুরু করল। আমরা একসঙ্গে স্নাতক শেষ করব জেনেও আমার আর ওর বয়সের পার্থক্য ‘দুই বছর’ বিষয়টা ওকে ভাবাতে শুরু করল। নানা ধরনের তথ্য-উপাত্ত আমার কাছে তুলে ধরে জানাল, এখন আমার ক্যারিয়ার গড়ার সময়, আর ও আমার ক্যারিয়ারে নিজেকে বাধা মনে করছে...। কিন্তু কোনো কিছুতেই আমার মন মানত না। পাশাপাশি হাঁটতাম, বসতাম কিন্তু আগের মতো সুরে বাজত না। শেষতক আমাকে বোঝানোর জন্যই কিনা, সেদিন আমায় ডেকে ওর বান্ধবীর বাসার নিচে প্রায় ঘণ্টা তিনেক দাঁড় করিয়ে শেষ খুদে বার্তাটি পাঠিয়েছিল, ‘আমার জন্য অপেক্ষা করো না। দেরি হবে, তুমি চলে যাও।’ এর পরও এত ব্যাকুলভাবে ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছি যে, একদিন বন্ধু মারফত জানিয়ে দিল আমার এই ‘বিরক্ত’ করা তার পছন্দ হচ্ছে না। সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন ওকে একবার ফোন দিই। আগের মতো খুদে বার্তা পাঠিয়ে ছোট ছোট অনুভূতিগুলো জানাই। কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া মেলে না। কিন্তু আজ হঠাৎ...বার্তাটি খুলে পড়তে শুরু করলাম,
‘...এই বার্তা ১১ জনকে পাঠান। তাহলে নয় দিনের মধ্যে খুশির সংবাদ পাবেন। না পাঠালে ১৫ বছরের মধ্যে কোনো সুসংবাদ পাবেন না।’ বার্তাটি পড়ে আমার চোখ ঝাপসা হয়ে এল। ও আমার ভালো চাচ্ছে, নাকি অভিশাপ দিচ্ছে, তা হয়তো বোঝা গেল না। ওর কোনো একটি সংক্ষিপ্ত তালিকায় এখনো ১১ জনের মধ্যে আছি ভাবতেই...।
0 comments:
Post a Comment